সফলতার জন্য সন্তানের মাঝে গড়ে তুলুন পাঁচ দক্ষতা
দক্ষতার অভাব থাকলে বর্তমান বিশ্বে পিছিয়ে পড়তে হবে। এ জন্য, ছোটবেলা থেকেই আপনার সন্তানকে দক্ষ করে তুলুন। পাঁচটি গুরুত্বপূর্ণ দক্ষতা আপনার সন্তানের জন্য খুবই প্রয়োজন। যা প্রতিটি শিশুর ভবিষ্যতের জন্য প্রয়োজন। বাবা-মা এবং শিক্ষকরা অল্প বয়স থেকেই শিশুদের মধ্যে এই দক্ষতাগুলো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
খাপ খাওয়ানো
বর্তমান জগতে প্রযুক্তি এবং পরিবেশগত পরিবর্তন খুব দ্রুত হচ্ছে। তাই অনেকেরই মানিয়ে নিতে সময় লাগছে। এ জন্য আপনাকে সন্তানকে আপডেট রাখুন। নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে তাদের উৎসাহ দিন। খুব অল্প বয়সে নতুন কিছুতে খাপ খাইয়ে নিতে পারলে ভবিষ্যতে শিশুরা উপকৃত হবে। তারা মানসিক ভাবে বিকশিত হবে। এতে তারা নতুন জিনিস গ্রহণ করে সহজেই সামনে আগাতে পারবে।
ডিজিটাল দক্ষতা
বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর। ডিজিটাল যুগে, বাচ্চাদের ডিভাইসগুলোর সাথে পরিচয় করিয়ে দিন। তাদের মাঝে ডিজিটাল দক্ষতা অ্যালগরিদমিক চিন্তাভাবনা, কোডিং সম্পর্কে ধারণা দিন। এক সময় কোডিং তাদের ধারণাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি সরঞ্জাম হয়ে ওঠবে। ডিজিটাল দায়বদ্ধতা বাড়ানোর মাধ্যমে, শিশুরা ডিজিটাল ক্রিয়াকলাপের নৈতিক প্রভাবগুলো সম্পর্কে জানতে পারবে।
যোগাযোগ দক্ষতা
সফলতা এবং প্রচেষ্টার কেন্দ্রে কার্যকর যোগাযোগ রয়েছে। আপনার সন্তানের মাঝে যোগাযোগের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করুন। এতে তাদের চিন্তাভাবনা, ধারণা এবং অনুভূতিগুলো স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। যোগাযোগ দক্ষতা, তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি বুঝতে সক্ষম করবে। এটি তাদের অন্যান্য দক্ষতার ভিত্তি হিসেবে কাজ করবে।
উদ্ভাবন এবং সৃজনশীলতার দক্ষতা
ক্যাঙ্গারু কিডস-এর প্রধান কারিকুলাম ডেভেলপমেন্টের চাইল্ড কাউন্সেলর সিবি ফাকিহ বলেন, “শিশুদের সামগ্রিক বিকাশের জন্য তাদের মধ্যে উদ্ভাবন এবং সৃজনশীলতার দক্ষতা বাড়ানো অপরিহার্য। যৌক্তিক, বিশ্লেষণাত্মক এবং পদ্ধতিগত চিন্তাভাবনা শিশুদের দক্ষতার সাথে জটিল সমস্যাগুলো মোকাবেলা করতে সক্ষম করে। তাদের মধ্যে কল্পনাপ্রসূত চিন্তাভাবনাকে উত্সাহিত করে”।
ব্যবস্থাপনা এবং নেতৃত্বের দক্ষতা
শিশুদের মধ্যে ব্যবস্থাপনা এবং নেতৃত্বের দক্ষতা থাকা জরুরি। এটি তাদের ব্যক্তিগত বৃদ্ধি এবং ভবিষ্যতের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা-বাবার উচিত তাদের সন্তানকে অন্যের অনুভূতিগুলো বুঝতে দেওয়া। তাদের আবেগগুলো পরিচালনা করা। কার্যকরভাবে সমস্যার সমাধান করতে উৎসাহিত করা। এই দক্ষতাগুলো কেবল আত্ম-সচেতনতাই বাড়ায় না। বরং শিশুদের সহানুভূতি এবং সংকল্পের সাথে নেতৃত্ব দিতে সক্ষম করে। ভবিষ্যতে তাদের সফল এবং সহানুভূতিশীল হতে সাহায্য করে।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া