খুলনায় ঘের মালিককে প্রকাশ্যে গুলি করে হত্যা
খুলনায় এক চিংড়ির ঘেরের মালিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর হরিণটানা থানার রায়েরমহল ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ঘের মালিকের নাম মো. রাজা শেখ (৪০)। তিনি রায়েরমহল স্লুইসগেট এলাকার তোরাপ শেখের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) শাহাবুদ্দীন আহমদ জানান, সোমবার রাতে রাজা শেখ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা রাজা শেখকে থামিয়ে ১০ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রাজাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা শাহাবুদ্দীন আহমদ জানান, রাজা শেখ দুই মাস আগে কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে।