এরশাদের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা বললেন তাজুল
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের কক্ষে আয়োজিত জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক শেষে তাজুল ইসলাম এ কথা জানান।
দলটির মহাসচিব পদ থেকে জিয়াউদ্দিন বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে নতুন মহাসচিব ঘোষণা করেন এরশাদ। বাবলুর আগে মহাসচিব পদে ছিলেন রুহুল আমিন।
সংসদীয় দলের বৈঠক শেষে তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘স্যারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছি, এটা আমরা কোনো অবস্থাতেই বলিনি। আমরা বলেছি, স্যারের সিদ্ধান্তের সঙ্গে একমত হইনি।’ এ সময় তাঁর পাশে দাঁড়িয়ে থাকা দলের চেয়ারম্যান এরশাদ বলেন, ‘আমি অটল থাকব। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল থাকব।’
একদিকে, রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা, আরেকদিকে এরশাদের ছোট ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করা নিয়ে জাতীয় পার্টির মধ্যে দ্বন্দ্ব আর অস্থিরতা দেখা দেয়। দলের অভ্যন্তরে টানাপড়েনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে রংপুর থেকে ঢাকায় ফেরেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। রাজধানীর বনানীতে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই জরুরি সংবাদ সম্মেলন থেকে মহাসচিবের পদ থেকে জিয়াউদ্দিন বাবলুকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন তিনি।
অতীতেও জাতীয় পার্টির চেয়ারম্যান তাঁর একক ক্ষমতাবলে বিভিন্ন পদ সৃষ্টি করে কয়েকজনকে পদায়ন করেছেন উল্লেখ করে এরশাদ বলেন, এ জন্য তাঁকে কখনো কৈফিয়ত দিতে হয়নি।