আবারও জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মানাঙ্গগাওয়া, ফল প্রত্যাখ্যান বিরোধীদের
দ্বিতীয় দফায় জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এমারসন মানাঙ্গগাওয়া। তার প্রতিদ্বন্দ্বী নেলসন চামিসা ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। আর মানাঙ্গগাওয়া পেয়েছেন ৫২ দশমিক ছয় শতাংশ। যদিও দেশটির বিরোধীদলগুলো এই ফলাফল প্রত্যাখ্যান করেছে। দেশটির নির্বাচন কমিশনের বরাতে তথ্য তুলে ধরেছে আলজাজিরা।
গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিন আফ্রিকার এই দেশটি শাসন করা রবার্ট মুগাবেকে সরিয়ে দেওয়া হয়। এরপরেই ক্ষমতায় আসেন এমারসন মানাঙ্গাওয়া। যিনি এক সময় মুগাবেরই ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দেশটির দায়িত্বভার গ্রহণ করেন এবং জনগণকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
জিম্বাবুয়ের নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিচারপতি চিগুম্বা বলেছেন, ‘জেডএএনইউ-পিএফ পার্টির মানাঙ্গগাওয়া এমারসন ড্যাম্বুজোকে জিম্বাবুয়ে প্রজাতন্ত্রে যথাযথভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে।’
বিরোধী নেতা নেলসন চামিসার দল সিটিজেন কোয়ালিশন ফর চেঞ্জের (সিসিসি) মুখপাত্র প্রমিস ম্যাকওয়ানানজি বলেছেন, ‘আমরা ফলাফল মেনে নিতে পারছি না। দলটি শীঘ্রই তার পরবর্তি পদক্ষেপ ঘোষণা করবে।’