টাকা শিগগিরই উদ্ধারের আশা কেন্দ্রীয় ব্যাংকের
নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক অ্যাকাউন্ট থেকে চুরি যাওয়া অর্থ শিগগিরই উদ্ধারের আশা করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা বৃহস্পতিবার বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘এখন আমরা আরো দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমরা শিগগিরই চুরি যাওয়া অর্থ উদ্ধারে সক্ষম হব। কারণ, ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কর্তৃপক্ষ এ ব্যাপারে যথেষ্ট অগগ্রতি অর্জন করেছে।’
শুভংকর সাহা বলেন, ‘ওই চুরির বিষয়ে আরো বেশি ও সুনির্দিষ্ট তথ্য পেতে বাংলাদেশ ব্যাংক ফিলিপাইনের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।’
এর আগে বাংলাদেশ ব্যাংকের আরেকজন মুখপাত্র এ এফ এম আসাদুজ্জামান বলেন, “বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্টের এই অর্থ যে ফিলিপাইনের বিভিন্ন ব্যাংকে ইলেকট্রনিক্যালি সরিয়ে নেওয়া হয়েছে, তার ‘যথেষ্ট প্রমাণ’ কেন্দ্রীয় ব্যাংক পেয়েছে।”
গত সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যুক্তরাষ্ট্রে জমা থাকা অর্থ থেকে চুরি যাওয়া অংশের সন্ধান পেতে ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং এজেন্সিকে সহযোগিতা করে যাচ্ছে। এতে আরো বলা হয়, ম্যানিলার কর্তৃপক্ষের সহযোগিতায় চুরি যাওয়া অর্থের একাংশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংক তার যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট থেকে চুরির বিষযে প্রমাণ সংগ্রহের জন্য বিশ্বব্যাংকের সাইবার অপরাধ বিশেষজ্ঞ রাকেশ আস্তানাকে নিয়োগ দিয়েছে। তা ছাড়া কেন্দ্রীয় ব্যাংক চুরি যাওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনে আরো বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শুভংকর সাহা আরো বলেন, দেশের সব ব্যাংককে তাদের বিদেশের অ্যাকাউন্টে রাখা অর্থ রক্ষায় সব ধরনের সাইবার নিরাপত্তা ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
শুভংকর সাহা আরো বলেন, ‘বাণিজ্যিক ব্যাংকগুলোর ফুলপ্রুফ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ওই সব ব্যাংকের সাইবার নিরাপত্তা পরীক্ষা করে দেখবে।’