লভ্যাংশ দেবে না খান ব্রাদার্স, লোকসান কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) লোকসান বৃত্ত কমেছে। বেশি লোকসান নিয়েও ২০২১-২০২২ অর্থবছরে দুই শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। কিন্তু সেই লোকসান বৃত্ত কমলেও এবারের ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে খান ব্রাদার্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ছয় পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১৮ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) শূন্যতে অবস্থান করছে। আগের অর্থবছরের এনওসিএফপিএস ছিল ৫০ পয়সা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ১১ টাকা ৯৪ পয়সা। ঘোষিত শূন্য লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর।
লভ্যাংশ না দেওয়ার প্রসঙ্গে কোম্পানির সচিব তপন কুমার সরকার এনটিভি অনলাইনকে বলেন, ‘লোকসান বেশি হলেও ২০২১-২০২২ অর্থবছরে লভ্যাংশ প্রদান করেছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। সেই সময় কোম্পানিটি তার রিজার্ভ থেকে লভ্যাংশ দিয়েছিল। কিন্তু ২০২২-২০২৩ অর্থবছরে লোকসান আগের অর্থবছর থেকে কম হয়েছে। এরপর লভ্যাংশ দেওয়া সম্ভব না। কারণ রিজার্ভের অবস্থা ভাল না। রিজার্ভ দশ কোটি টাকার নিচে নেমে এসেছে। এমন অবস্থা রিজার্ভ ভাঙ্গলে পরে কোম্পানিটি অর্থ সংকটে পড়তে পারে