একদিনে মূলধন বেড়েছে দেড় হাজার কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট। আগের কর্মদিবস বুধবারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধন বেড়েছে দেড় হাজার কোটি টাকা। লেনদেন বেড়ে আজ ৩২৪ কোটি টাকার ঘরে রয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরে উত্থান হয়েছে।
জানা গেছে, ডিএসইতে আজ লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৭টির ও কমেছে ১৫৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৮৭টির। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৩০৭ কোটি এক লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৩২৪ কোটি তিন লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬০ হাজার ২৯৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৮ হাজার ৭৭৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে এক হাজার ৫১৮ কোটি ৯৭ লাখ টাকা।
আজ ডিএসইএক্স ৯ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১৯৪ দশমিক ৪৩ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৮৫ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক তিন দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৪ দশমিক ২৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬১ দশমিক ৯৪ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ১২ কোটি ৩৮ লাখ টাকা, ফাইন ফুডসের ১২ কোটি ১৫ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের আট কোটি ৮৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের আট কোটি ৬২ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের সাত কোটি ৮২ লাখ টাকা, রবি আজিয়াটার সাত কোটি ৫১ লাখ টাকা, যমুনা ব্যাংকের সাত কোটি ৩৭ লাখ টাকা, আফতাব অটোর ছয় কোটি ৮৯ লাখ টাকা এবং ফারইস্ট নিটিংয়ের ছয় কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আরএসআরএম স্টিলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ৮৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ।