সরকারের অগ্রাধিকার তালিকায় পুঁজিবাজারকে আনতে হবে : মমিনুল ইসলাম
ব্যাংক খাতে সরকারের বিশেষ নজরে থাকলেও কেন জানি অবহেলিত অবস্থায় পড়ে আছে দেশের পুঁজিবাজার। যেটা মোটেও ঠিক না। তাই পুঁজিবাজার কীভাবে সরকারের বিশেষ অগ্রাধিকার তালিকায় আনা যায়, সেই লক্ষ্যে এবার আমরা কাজ করছি বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে ডিএসই আয়োজিত সংবাদ সম্মেলনে মমিনুল ইসলাম এসব কথা বলেন।
আর্থিক খাতে পুঁজিবাজারের ভূমিকা ব্যর্থ জানিয়ে মমিনুল ইসলাম বলেন, বর্তমানে পুঁজিবাজার অতি সংকুচিত হয়ে আছে। আর্থিক খাতে পুঁজিবাজার যে ধরনের ভূমিকা রাখার কথা ছিল তা রাখতে ব্যর্থ হয়েছে। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে যেসব অনিয়ম হচ্ছে, সেটা পুঁজিবাজারের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। একই সঙ্গে গতিশীল পুঁজিবাজারের পথ রুগ্ন করেছে।
দুর্বল আইপিও বাজার পতনের দিকে এগিয়ে নিতে সহায়তা করেছে জানিয়ে মমিনুল ইসলাম বলেন, গত এক দশকে সাড়ে ৬০০ কোটি টাকার দুর্বল আইপিও এসেছে। এতে ক্ষতির শিকার হয়েছে বিনিয়োগকারীরা। ওই এক দশকে ভালো কোম্পানি সংখ্যা নগন্য। ফলে হতাশা ও আস্থাহীনতায় বাজারে বিনিয়োগকারী সংখ্যা গত ১০ বছরে অর্ধেকে নেমে এসেছে।
প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়াতে হবে জানিয়ে মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারের প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা বিনিয়োগে সক্ষম করতে না পারি, তাহলে হয়তো বাজার ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যাব। প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করতে হলে সময় লাগবে। তবে প্রতিষ্ঠানগুলোকে যেকোন ভাবেই হোক আনতে হবে।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিয়ে কাজ করছি জানিয়ে মমিনুল ইসলাম বলেন, ভবিষ্যতে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্য কাজ করছি। পুঁজিবাজারে কারসাজি কীভাবে রোধ করা যায়, তা নিয়ে কাছ করছি।