ইউপি নির্বাচনকে প্রজেক্ট হিসেবে নিয়েছে সরকার : ফখরুল
সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রজেক্ট (প্রকল্প) হিসেবে নিয়ে দেশবাসীকে বোকা বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নির্বাচনের নামে প্রহসন করছে।
আজ মঙ্গলবার জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, ‘অত্যন্ত ভালোভাবে জানি, সহিংসতার মধ্য দিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এবং অযোগ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাঁরা ত্রাসের রাজত্ব সৃষ্টি করবেন এবং নির্বাচনের ফলাফলকে তাঁদের পক্ষে নিয়ে যাবেন।’ তিনি বলেন, ‘তারপরও এ নির্বাচনে আমরা অংশ নিচ্ছি মাত্র একটি কারণে, তা হলো- এ নির্বাচনকে আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের একটি অংশ মনে করছি। সেটা নিয়েই এ নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি।’