রাবিতে আগামীকাল ছাত্রজোটের ধর্মঘট
কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে আগামীকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়ে প্রগতিশীল ছাত্রজোট।
আজ শনিবার দুপুরে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর এ মোর্চার বিশ্ববিদ্যালয় শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আগামীকাল রোববার ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হব।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মসূচির অংশ হিসেবে প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তনুকে হত্যা করা হয়।