বিকাশের ফাঁদে ফেলে ঢাবি ছাত্রীর ২৪ হাজার টাকা আত্মসাৎ
মোবাইলে বিকাশের মাধ্যমে ফাঁদ পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর কাছ থেকে ২৪ হাজার টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র।
গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ছাত্রীর নাম রোমেনা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ভাষাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী।
ওই ছাত্রী জানান, দুপুর ১টার দিকে তাঁর মোবাইলে বিকাশ থেকে একটি এসএমএস আসে। এতে লেখা ছিল, ‘cash in 24,500 taka from 01961116866 successful’
পরে ০১৮২৮২৪৬২৬৯ নম্বর থেকে একটি মেয়ে কান্না করে বলে তাঁর (রোমেনা) নম্বরে অন্য এক নারীর ২৪ হাজার ৫০০ টাকা চলে গেছে। এরপর তাঁকে (রোমেনা) টাকা ফেরত পাঠানোর জন্য ওই মেয়ে অনুরোধ করে। তখন রোমেনা ওই মেয়েকে একটি নম্বর দিতে বলেন।
এরপর ওই মেয়ে ০১৮৪৮০৫৪২৮১ নম্বর থেকে ফোন করে টাকা পাঠানোর নিয়ম বলে এবং বিকাশ নম্বর ০১৭৬৫০৩৩৯৫৮ ও ০১৯৬১১১৬৮৬৬ দেয়।
প্রতারকের কথা অনুযায়ী, রোমেনা পর্যায়ক্রমে প্রথম নম্বরে ২৪ হাজার ৯৯৯ টাকা পাঠান। এভাবে প্রতারকচক্র কৌশলে তাঁর বিকাশ নম্বর থেকে টাকা নিয়ে যায়। পরে তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।’