জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব কাল
আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মিলনায়তনে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৯৬৮ জন এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ী ৩১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
দুপুর ২টায় সমাপনী পর্বে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক মোহাম্মদ মাহমুদুর রহমানসহ আরো অনেকে।