জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ জানান, শীতাতপ যন্ত্র (এসি) থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে তিন থেকে চারটি কক্ষের কাগজপত্র পুড়ে যায়।
নূর মোহাম্মদ আরো জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানান।
ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ অবস্থান নিয়েছে।