রেজাউল করিম হত্যার প্রতিবাদে রাবিতে শিক্ষকদের কর্মবিরতি
ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের কর্মবিরতি চলছে। আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে দুপুর ১টা পর্যন্ত।
অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। এর অংশ হিসেবে রাবিতেও চলছে কর্মবিরতি। আজ সকাল ১০টার আগে বিভিন্ন বিভাগে ক্লাস হলেও এর পরে কোনো বিভাগে ক্লাস হতে দেখা যায়নি।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ একটি মৌন মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুকুল মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে তাঁরা সমাবেশ করেন।
গত ২৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের টানা নবম দিনের মতো আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।