‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্টে আন্দোলিত আর্মি স্টেডিয়াম
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থীর উদ্যোগে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয় চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’। এই আয়োজনে বিনা পারিশ্রমিকে আজ শনিবার (২১ ডিসেম্বর) রাতে মঞ্চ মাতান পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতেহ আলী খান।
এই কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার পারফর্মেন্স আন্দোলিত করে পুরো স্টেডিয়াম ভর্তি দর্শকদের। পাশাপাশি এনটিভির পর্দায় যারা সরাসরি অনুষ্ঠানটি দেখেন তাদেরও হৃদয় ছুঁয়ে যায়। আবেগ ও আর উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। সেজান ও হান্নানের র্যাপ ছিল কনসার্টের শুরুর দিকে তরুণদের প্রধান অকর্ষণ। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার ছিল। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। কনসার্টটি চলে রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিকেল চারটার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে কনসার্টটি শুরু হয়। যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। কনসার্টে জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এ দান করা হবে।