সাড়ে তিন বছর পর জাবিতে ডিন নির্বাচন
দীর্ঘ সাড়ে তিন বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডিন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ডিন নির্বাচনের ভোট শুরু হয়। ভোট চলবে দুপুর ২টা পর্যন্ত।
ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এবং জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকরা ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ছাড়া আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ ও বামপন্থী শিক্ষকরা ‘প্রগতিশীল জোট’ প্যানেল থেকে ডিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটাররা উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। ফল ঘোষণা করা হবে সন্ধ্যায়।