রাবিতে ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের পেছন থেকে তাঁকে আটক করা হয়।
আটক যুবকের নাম শরিফুল ইসলাম। তাঁর বাড়ি রাজশাহী মহানগরীর মাসকাটাদীঘি এলাকায়।
কয়েকজন প্রত্যক্ষ্যদর্শী জানায়, আজ সকালে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রী মন্নুজান হলের পেছনের সড়ক দিয়ে স্কুলে যাচ্ছিল। এ সময় শরিফুল ওই ছাত্রীর পথরোধ করে তাকে কুপ্রস্তাব দেন। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে ওই হলের কর্মচারীরা ছুটে এসে শরিফুলকে আটক করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ বলেন, ‘কর্মচারীদের মাধ্যমে জানতে পেরে ছাত্রী উত্ত্যক্তকারী যুবককে মতিহার থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় বহিরাগত এক যুবককে বিশ্ববিদ্যালয় থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’