রামপালের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে এবং সারা দেশে অব্যাহত জঙ্গি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
আজ বুধবার দুপুরে এ বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে এসে মিলিত হয়।
পরে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি লিটন নন্দী প্রমুখ।
সমাবেশে লাকী আক্তার বলেন, ভারতের সঙ্গে সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি করে সরকার দেশ ও প্রকৃতিবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যার কুফল দীর্ঘমেয়াদে দেশবাসীকে ভোগ করতে হবে। সরকার ষড়যন্ত্রমূলক চুক্তি বাতিল না করলে ছাত্রসমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
জঙ্গিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জড়িত হওয়ার প্রসঙ্গ তুলে ছাত্র ইউনিয়ন সভাপতি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরব রাজনীতি নেই, কিন্তু নীরব রাজনীতি বিদ্যমান। জামায়াত-শিবির, হিজবুত তাহরির গোপনেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জঙ্গিবাদে দীক্ষিত করছে নিরীহ তরুণদের। এভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চলতে পারে না।