ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের ধাওয়া
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তারা এ বিক্ষোভ মিছিল শুরু করে। এর কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওনকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের লোকজন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, ছাত্রদল শহীদ মিনার এলাকায় মিছিল বের করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ধাওয়া দেয়। এ সময় একজনকে আটক করে শাহবাগ থানায় পুলিশে সোপর্দ করে।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, ‘তারেক রহমানের রায়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি বিক্ষোভ মিছিল করি। এ সময় ছাত্রলীগ পেছন দিক থেকে ধাওয়া দেয় এবং আমাদের একজনকে আটক করে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শহীদ মিনার এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। কিন্তু তিনি নিজেকে ছাত্রদলকর্মী বলে স্বীকার করছেন না। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।