কুড়িগ্রামের ছয়টি স্কুলে বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষাক্রম
কুড়িগ্রামে উলিপুর ও চিলমারী উপজেলার ছয়টি স্কুলে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার সকালে উলিপুর উপজেলা বণিক সমিতির মিলনায়তনে একযোগে বিশেষ শিশুদের এ কার্যক্রমের উদ্বোধন করেন সুইট বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা চেয়ারম্যান মো. হায়দার আলী, উপজেলা বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে, সুইট বাংলাদেশ চিলমারী শাখার সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম সাবু, পৌর শাখার আহ্বায়ক আব্দুল বাতেন, থেতরাই শাখার আহ্বায়ক ভবেন চন্দ্র বর্মণ প্রমুখ।
এসব বিদ্যালয়ে আড়াই শতাধিক বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু বিশেষ শিক্ষা অর্জনের সুযোগ পাবে।