রাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধর করে ৮০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। আজ সোমবার এ ঘটনায় ওই শিক্ষার্থী মতিহার থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আল আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মে দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা সাদ্দাম শের-ই-বাংলা ফজলুল হক হলের নিজ কক্ষে আল আমীনকে ডেকে পাঠান। এরপর তাঁর বিরুদ্ধে জালিয়াতি করে ভর্তির অভিযোগ তুলে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এই চাঁদা না দিলে তাঁকে (আল আমীন) শিবিরকর্মী বলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় এই ছাত্রলীগ নেতা। আল আমীনের অভিযোগ ওইদিনই তাকে মারধর করে ছাত্রলীগ নেতা সাদ্দাম।
এ সময় প্রাণের ভয় দেখিয়ে তাৎক্ষণিক বিকাশের দুটি নম্বরের মাধ্যমে ৪০ হাজার টাকা আদায় করে সাদ্দাম। এরপর ৩০ মে আরো ৪০ হাজার টাকা আদায় করে এই ছাত্রলীগ নেতা।
আল আমীন বলেন, ‘গত ২৮ মে দুপুরে সাদ্দাম ভাই আমাকে তার রুমে নিয়ে যায়। এরপর রাত ১০টা পর্যন্ত আমাকে রড দিয়ে মারধর করে। আমার বাবা-মাকে ফোন দিতে বাধ্য করে ৪০ হাজার টাকা নিয়ে আমাকে ছেড়ে দেয়। এরপর আবারো ৪০ হাজার টাকা হুমকি-ধমকি দিয়ে আদায় করে সাদ্দাম।’
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সাদ্দাম বলে, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। ওই ছেলেকে আমি চিনিও না।’
এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘আল আমীনের কাছ থেকে চাঁদা নেওয়ার যে অভিযোগ উঠেছে তা অনেক দিন আগের।
কিন্তু তিনি থানায় এসে লিখিত অভিযোগ করলেন আজ। আমরা ঘটনার তদন্ত করে সত্যতা খুঁজে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’