স্কুল-কলেজে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর তাগিদ মুখ্য সচিবের
জঙ্গিবাদের থাবা থেকে ছেলেমেয়েদের বাঁচাতে স্কুল-কলেজে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
আজ শনিবার শিল্পকলা একাডেমিতে ঢাকা মহানগর ও ঢাকা জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় মুখ্য সচিব এ তাগিদ দেন।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে ঢাকা জেলা প্রশাসন এ মতবিনিময়ের আয়োজন করে।
আবুল কালাম আজাদ মুখ্যসচিব বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ সব দিক দিয়ে খুব দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে। এ কারণে ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশকে থামিয়ে দেওয়ার জন্য এসব সন্ত্রাসী ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
স্কুলের নিরাপত্তা বাড়ানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সচেতন করে তোলার ওপর গুরুত্ব দেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।