জাবি শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার খবর
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর নাম ইব্রাহীম ইবনে মোশাররফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ইব্রাহীমের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে গণিত ও পরিসংখ্যান ভবনে একটি কক্ষে ক্লাস চলার সময় মোশাররফকে নিয়ে যাওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘তখন ক্লাস চলছিল, প্রশাসনের লোক পরিচয় দিয়ে কয়েকজন লোক এসে মোশাররফকে খোঁজ করেন। তাঁরা কোর্স শিক্ষককে বলেন, ‘উপাচার্যের অনুমতি নিয়ে আসছি, ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তারপর তাঁরা গণিত ও পরিসংখ্যান ভবনের সামনে রাখা একটি গাড়িতে করে ইব্রাহীমকে নিয়ে যান।’
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আসা ওই লোকরা সাদা পোশাকে ছিলেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানায়, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি সন্দেহে যে শিক্ষার্থীদের আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদে তাঁরা এই শিক্ষার্থীর নাম বলেছেন বলে পুলিশের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছে।
সহপাঠীদের দেওয়া তথ্যমতে, মোশাররফের ফেসবুক অ্যাকাউন্টে কোনো ছবি কিংবা অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। ফেসবুকে তাঁর আইডির নাম ইব্রাহীম আদহাম।
বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক কে এম আক্কাছ আলী বলেন, ‘একজন শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছে। যারা নিয়ে গেছে তারা পুলিশ নাকি অন্য কেউ তা আমরা জানি না। আমার কাছে পুলিশের কেউ অনুমতি চায়নি।’
এ বিষয়ে উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেন, ‘আমাকে অবহিত করা হয়েছে, তবে অনুমতি চাওয়া হয়নি। পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ফোন করে বলা হয়েছে, তারা একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করতে চায়। কিন্তু তারা কবে কিংবা কখন আসবে সে ব্যাপারে কিছু বলা হয়নি। নিয়ে যাওয়ার সময় আমাকে জানানো হয়নি। আমি পরে শুনেছি।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদের বলেন, ‘আমরা আনিনি। পুলিশের বিশেষ শাখা নিয়েছে কি না সেটা আমরা জানি না। এ ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি।’