ড. আলাউদ্দিন দ্বিতীয় মেয়াদে ডুয়েটের উপাচার্য
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) মো. আবদুল হামিদ অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনকে আগামী চার বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছেন।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের সহকারী পরিচালক মোছা. কামরুন নাহার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত ফ্যাক্সবার্তায় অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনকে পুনর্নিয়োগের তথ্য জানানো হয়েছে।
ড. আলাউদ্দিন মানিকগঞ্জ জেলার অধিবাসী।