পরীক্ষা পেছাতে রাষ্ট্রপতির ওয়েবসাইট হ্যাক!
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপাল সিরিসেনের ওয়েবসাইট হ্যাক করার অপরাধে এক কিশোরকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরীক্ষা পেছানোর দাবি জানাতেই হ্যাকিংয়ের পথ বেছে নেয় কিশোরটি। এ খবর জানিয়েছে বিবিসি।
গত বৃহস্পতি ও শুক্রবার রাষ্ট্রপতির ওয়েবসাইটটি হ্যাকিংয়ের কবলে পড়ে। হ্যাকার দলটি নিজেদের ‘শ্রীলঙ্কান ইয়ুথ’ নামে পরিচয় দেয়।
হ্যাকার গ্রুপ তাদের দাবি তুলে ধরে সে ওয়েবসাইটে। আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিতব্য এ-লেভেল পরীক্ষা পেছানোর দাবি জানায় তারা। আর এই দাবির পেছনে যুক্তি হিসেবে তারা জানাচ্ছে, এ-লেভেল পরীক্ষার সঙ্গে সিংহলি ও তামিল নববর্ষ একই সময়ে অনুষ্ঠিত হবে। নতুন বর্ষ উদযাপনের ক্ষেত্রে পরীক্ষা তাদের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সিংহলি ভাষায় লেখা এই দাবিতে তারা নির্ধারিত সময় বাতিল করে পরিবর্তিত সময়ে পরীক্ষা আয়োজনের আবেদন জানিয়েছে। একই সঙ্গে তারা রাষ্ট্রপতিকে হুঁশিয়ার করে বলেছে, তাদের ওয়েবসাইটগুলো সুরক্ষিত করতে, না হলে সাইবার যুদ্ধের কবলে পড়তে হতে পারে।
অন্যদিকে রাষ্ট্রপতিকে হুমকি দিয়ে সেখানে লেখা হয়েছে, ‘পরিস্থিতি যদি আয়ত্তে আনতে না পারেন, তবে নতুন করে নির্বাচন দিন।’ একই সঙ্গে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড বন্ধ করুন এবং বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর দিকে আরো বেশি নজর দিন।’
শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য ডেইলি নিউজ জানিয়েছে, রাষ্ট্রপতির ওয়েবসাইটটি হ্যাক হওয়ার কিছুক্ষণের মধ্যেই হ্যাকারদের পোস্টটি মুছে ফেলা হয়। কিন্তু কিছু সময় পর পুনরায় হ্যাকিংয়ের কবলে পড়ে ওয়েবসাইটটি। তবে দ্বিতীয়বার সেখানে কোনো বার্তা ছিল না।
শ্রীলঙ্কান আইনশৃঙ্খলা রক্ষাকারীর হেফাজতে থাকা ১৭ বছর বয়সী কিশোরকে এই হ্যাকিংয়ের আদ্যোপান্ত জানতে জেরা করা হয়।