প্রেমে রাজি না হওয়ায় ছাত্রীকে মারধরের অভিযোগ
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী। যাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনিও একই বিভাগের ছাত্র।
ওই ছাত্রের শাস্তি ও নিজের নিরাপত্তা চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী।
অভিযোগকারী ছাত্রী বলেন, “আমার সহপাঠী...পাচঁ বছর ধরে আমাকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আমাকে হয়রানি করে আসছেন। এমনকি আমার মেসে গিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এ বিষয়ে আমার পরিবারকে জানাই। আমার পরিবার দীর্ঘদিন ধরে শিক্ষকদের দিয়ে বোঝানের চেষ্টা করে আসছে। কিন্তু তিনি গত ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসে বাসায় যাওয়ার পথে তিনি আমার গতিরোধ করেন বলেন, ‘আমাকে তুই ভালোবাসবি কি না বল।’ আমি তাঁর প্রস্তাবে না বলার সঙ্গে সঙ্গে তিনি আমাকে জুতা দিয়ে বেদম প্রহার করেন। আমি চিৎকার দিলে তিনি ওই স্থান ত্যাগ করেন।”
ওই ছাত্রী আরো বলেন, “আমাকে মোবাইল ফোন খুদেবার্তা পাঠিয়ে বলেন, ‘তুই যদি এ বিষয়ে কোনো বাড়াবাড়ি করিস, আমি তোকেসহ তোর পরিবারকে মেরে ফেলব।’ ও আমাকে বদরুল খাদিজা আক্তার নার্গিসকে ছাত্রলীগ নেতা যেভাবে কুপিয়েছে, সেভাবে আমাকে চাপাতি দিয়ে কোপানোরও হুমকি দেন।”
এ ব্যাপারে ছাত্রীর এক বান্ধবী বলেন, ‘প্রায়ই ওই ছেলে আমাদের মেসের আশপাশে ঘোরাফেরা করে। আপু তার প্রস্তাব রাজি না হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গত ১০ অক্টোবর আমার সামনে আপুকে জুতা দিয়ে পেটায়।’
এ বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই ছাত্র বলেন, ‘আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমাকে উল্টো ওই মেয়ে হয়রানি করেছে। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।’
এ ব্যাপারে প্রক্টর নূর মোহম্মদ বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি এবং প্রাথমিকভাবে ওদের দুজনের কথা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’