লিপু হত্যার গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে : পুলিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলার আসামি মনিরুল ইসলামের রিমান্ড শেষ হয়েছে। এতে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
লিপু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা অশোক চৌহান বলেন, ‘আমরা লিপুর রুমমেট মনিরুলের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আর সেই তথ্যের ভিত্তিতে এরইমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।’
এর আগে ২৬ অক্টোবর বুধবার সকালে মনিরুল ইসলামকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন লিপু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা অশোক চৌহান। আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের পাশ থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। লিপু হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন।
হত্যার দিন সন্ধ্যায় লিপুর চাচা মো. বশির বাদী হয়ে রাজশাহী নগরীর মতিহার থানায় হত্যা মামলা করেন।