মালয়েশিয়ার পাঁচ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ঢাকায় এডুকেশন উইক
মালয়েশিয়ায় পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে মালয়েশিয়া এডুকেশন উইক। আগামী ৭ নভেম্বর থেকে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় ভিসা রিপাবলিক সেন্টারে শুরু হবে ১০ দিনব্যাপী এই আয়োজন।
এডুকেশন উইকের প্রথম দিন থেকেই অংশ নেবে মালয়েশিয়ার অন্যতম বিশ্ববিদ্যালয় ইউসিএসআই। আয়োজনের দ্বিতীয় দিন থেকে অংশ নেবে সেগি বিশ্ববিদ্যালয়। আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ অংশ নেবে তৃতীয় দিন অর্থাৎ ১২ নভেম্বর থেকে। থাকবে ১৩ নভেম্বর পর্যন্ত।
১৪ নভেম্বর আয়োজনে থাকবেন সুইনবার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মালয়েশিয়ার সারাওয়াক ক্যাম্পাসের প্রতিনিধিরা। এ ছাড়া মালয়েশিয়ার টেইলর বিশ্ববিদ্যালয় অংশ নেবে এই আয়োজনের সমাপনী দিন।
ভিসা রিপাবলিক সেন্টার জানিয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মালয়েশিয়ার স্বনামধন্য এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। জানতে পারবেন প্রয়োজনীয় সব তথ্য। এডুকেশন উইকে অংশ নেওয়া এসব প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থা আছে বলেও জানান আয়োজকরা।