‘সোসিও ক্যাম্প-৭’-এর দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত
সমাজের প্রতি কিছু বস্তুগত অবদান রাখার চেতনাকে উজ্জীবিত করতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব সপ্তমবারের মতো আয়োজন করেছে সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রতিযোগিতা ‘সোসিও ক্যাম্প’।
এটা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীরা তাঁদের স্বকীয় পরিকল্পনা ভাগ করে নেওয়া এবং সামাজিক সমস্যা প্রতিরোধে সমাধান করতে উদ্বুদ্ধ করে। সোসিও ক্যাম্প ৭ সুজুকির সহযোগিতায় এবং স্টেপ ফুটওয়্যার দ্বারা সহচালিত, যা এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডের জন্য ৪৭৩টি দলের মধ্যে ৩০টি দলকে বাছাই করা হয়েছে।
দ্বিতীয় রাউন্ডের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত ৬ নভেম্বর রাজধানীর সিক্স সিজন্স হোটেলে। এতে অংশগ্রহণকারীদের প্রেরণা দিতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, প্রশিক্ষক ও উদ্যোক্তা আয়মান সাদিক, ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালট্যান্সির প্রধান অনুপ্রেরণমূলক অফিসার জি. সামদানি ডন।
তরুণদের আইকন ডন সামদানি ও আইমান সাদিক কর্মশালায় অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করেন তাঁদের বক্তব্য দিয়ে, যা কর্মশালায় উপস্থাপিত দলের জন্য অত্যন্ত অনুপ্রেরেণামূলক ছিল।
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মাইশা মালিহা খান বলেন, ‘আমাদের উদ্দেশ্য সব সময়ই সমাজের একটি জায়গায় পরিবর্তন করতে পারবে এবং যুবদের প্রভাবিত করবে উন্নয়নমূলক কাজে এগিয়ে আসার জন্য।’
ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) কাজী মুন্তাসির মুজিব বলেন, ‘আমরা সব সময় আন্তর্জাতিক পর্যায় থেকে সোসিও ক্যাম্প করার স্বপ্ন দেখেছি। সব সদস্যের কঠোর পরিশ্রম দিয়ে আমরা সেখানে পৌঁছেছি এবং এই কর্মশালায় আমরা সফল হতে পেরেছি।’