লিপু হত্যা মামলার এক মাসেও অগ্রগতি নেই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলার এক মাসেও কোনো অগ্রগতি নেই। ময়নাতদন্তের প্রতিবেদনও আসেনি এখন পর্যন্ত। এ দিকে হত্যা মামলার গ্রেপ্তার হওয়া আসামি মনিরুলও জামিনে বাইরে আছেন।
এ রকম পরিপ্রেক্ষিতে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। সেখানে শিক্ষার্থীরা লিপু হত্যার তদন্তে ধীরগতি অভিযোগ এনে দ্রুত তদন্ত শেষ করে বিচারের দাবি জানায়। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে যোগ দেয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এখন পর্যন্ত লিপু হত্যা মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।
অশোক চৌহান আরো বলেন, আমি প্রশিক্ষণের জন্য ঢাকায় আছি। লিপুর রুমমেট মনিরুল ইসলামের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার জন্য আমরা দ্বিতীয়বারের মতো রিমান্ড আবেদন করেছিলাম। হাকিম আদালতে তার শুনানি ছিল ১৫ নভেম্বর। কিন্তু তার আগেই ৮ নভেম্বর মনিরুল আদালত থেকে জামিন পান।
গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। পরে লিপুকে হত্যা করা হয়েছিল বলে পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়। ওইদিন বিকেলে লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।
এ ঘটনায় লিপুর রুমমেট মনিরুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে মনিরুলকে চারদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে পুলিশ জানায়, মনিরুলের কাছ থেকে লিপু হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।