আইইউটির ৩০তম সমাবর্তন কাল
ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩০তম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করবেন।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন। এতে স্বাগত বক্তব্য দেবেন আইইউটির উপাচার্য ডক্টর মুনাজ আহমেদ নূর।
সমাবর্তনে ওআইসির সহকারী মহাসচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ নাঈম খান, আইইউটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাঈদ আলালাম আজাহরানীসহ মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দেশের কূটনীতিকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সমাবর্তনে বাংলাদেশসহ কমপক্ষে ১৫টি দেশের তিন শতাধিক গ্র্যাজুয়েটকে সনদ দেওয়া হবে। এবারের সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের (সিএস) আবরার ফাইয়াজ ওআইসি গোল্ড মেডেল পাচ্ছেন। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের (ই) মো. ওমর ফারুক, বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের (এম) তানভীর হাসান মেহেদী এবং এমএসসি ইঞ্জিনিয়ারিংয়ের (সিভিল) মো. আসিফ হাসান অনিককে আইইউটি গোল্ড মেডেল দেওয়া হবে। সমাবর্তন উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।