ঢাবি শিক্ষক সমিতির সব পদ আওয়ামীপন্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী নীল দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের সবকটিতেই জয় পেয়েছে নীল দল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ করা হয়।
নীল দলের প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আর্থ অ্যান্ড এনভারনমেন্ট বিভাগের ডিন ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রহমত উল্লাহ। মাকসুদ কামাল গত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
নির্বাচনে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টিভি অ্যান্ড ফিল্ম স্টাডিস বিভাগের চেয়ারম্যান ড. এ জে এম শফিউল আলম ভূইঞা। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সামাদ।
এ ছাড়া সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লিনিক্যাল ফার্মাসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. এস এম আবদুর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া, ডিজ্যাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নিজামুল হক ভূইঞা, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাইতুল্লাহ কাদেরী, রোবটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লাপিপা জামাল।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সাদা দল, গোলাপি দল থেকে সব পদেই প্রার্থী ছিল। তবে তাদের কেউ জয় পাননি।