জাবি সাংস্কৃতিক জোটের নতুন কমিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদ হাসান শুভ্র। আর সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুল হোসাইন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচনের কার্যক্রম শুরু হয়। রাত ১০টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন জোটের বিদায়ী সভাপতি জোবায়ের টিপু।
জোটের নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১০টি সাংস্কৃতিক সংগঠনের একজন করে প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। তৌহিদ হাসান শুভ্র চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিনিধি হিসেবে এবং নাজমুল হোসাইন জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) প্রতিনিধি হিসেবে নির্বাচনে পদপ্রার্থী হন। শুভ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে নাজমুল সর্বাধিক পাঁচটি ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ (থিয়েটার-টিএসসি) ও মুশফিকুস সালেহীন (জেইউডিও)। অর্থ সম্পাদক পদে নজির আমিন চৌধুরী জয় (জহির রায়হান চলচ্চিত্র সংসদ), দপ্তর সম্পাদক পদে সাইফুল ইসলাম আকাশ (ধ্বনি), প্রচার সম্পাদক পদে মো. আবির মিয়া (জলসিঁড়ি) এবং কার্যকরী সদস্যপদে স্বাগতম সাহা নীল (জেইউডিএস), রাজু (আনন্দন) ও মাহাথির মোহাম্মদ (চলচ্চিত্র আন্দোলন) নির্বাচিত হয়েছেন।
সাহিত্য সংগঠন ‘চিরকুট’ এবং সংগীতবিষয়ক সংগঠন ‘সুস্বর’কে জোটের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী বছর থেকে এ দুটি সংগঠনের প্রতিনিধিরাও জোটের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।