উইমেন্স ফেডারেশন কলেজের সুবর্ণজয়ন্তী কাল থেকে
ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবার থেকে ২১ জানুয়ারি পর্যন্ত কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের নিয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হবে।
বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর উৎসব শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
১৯৬৫ সালে ইউনিভার্সিটি উইমেনস ফেডারেশন কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজটি ১৯৯৪ সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের অধ্যক্ষ শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করেন।