কুবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নিদের্শনা পরিচালক মুহম্মদ আহসান উল্যাহকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও সহকারী রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী।’
গত বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে যাওয়ার সময় ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. নাহিদুল ইসলাম। ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী বায়েজীদ ইসলাম তাঁকে লাঞ্ছিত করেন বলে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’