পায়জামার ফিতা দিয়ে ফাঁস লাগিয়ে মাদকাসক্তের ‘আত্মহত্যা’
রাজধানীর উত্তরায় মাদক নিরাময়কেন্দ্রের রোগী আনারুল আজিম (৩০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আজিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক বিকেল ৫টায় তাঁকে মৃত ঘোষণা করেন।
আনারুল আজিমকে হাসপাতালে নিয়ে আসেন আবু ওয়াহেদ বাদল। তিনি নিজেকে উত্তরা পশ্চিম এলাকায় অবস্থিত রি-লাইফ মাদক নিরাময় হাসপাতালের কর্মচারী বলে হাসপাতালে সাংবাদিকদের কাছে পরিচয় দেন।
এ সময় বাদল দাবি করেন, আড়াই মাস ধরে নিরাময়কেন্দ্রে ভর্তি ছিলেন আজিম। আজ হাসপাতালের বাথরুমে গোসল করতে গিয়ে আজিম নিজের পায়জামার ফিতা দিয়ে বাথরুমের ঝরনার আংটার সঙ্গে গলায় ফাঁস দেন।
পরে আজিমকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান বাদল। তিনি জানান, আজিম চট্টগ্রামের খুলশী এলাকার আবু সুফিয়ানের ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।