কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত অবস্থায় আটক করা হয়েছে আরো দুজনকে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সংকুচাইল ইউনিয়নের সিন্দুরিয়াপুল এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. শহীদ জানান, গতকাল দিবাগত রাতে ১০ থেকে ১২ জনের একটি দল সিন্দুরিয়াপুলের কুমিল্লা-বুড়িচং সড়কসংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে যায় ডিবি। সে সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ছোড়ে। এতে ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হয়। আহত অবস্থায় আরো দুই ডাকাতকে আটক করা হয়।
এসআই আরো জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বন্দুক, গুলি ও রামদা উদ্ধার করা হয়েছে।