মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্রের আবৃত্তি কর্মশালা
বাংলাদেশের অন্যতম আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র’ সদস্য সংগ্রহের লক্ষ্যে ৭ এপ্রিল থেকে শুরু করতে যাচ্ছে চার মাস মেয়াদি প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তিবিষয়ক কর্মশালা।
আধুনিক পাঠ্যসূচি অনুযায়ী এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, আশরাফুল আলম, ড. সৌমিত্র শেখর, হাসান আরিফ, রূপা চক্রবর্তী, ড. সোহানা আহমেদ, রেজীনা ওয়ালী লীনা, জাহীদ রেজা নূর, মাশরুর শহিদ হোসেন, মাহমুদা আখতার, মেহেদী হাসান, তামান্না তিথি ও মু. সিদ্দিকুর রহমান পারভেজ। ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।
আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের গেটে (জনতা ব্যাংকসংলগ্ন) মুক্তধারার টেবিলে অথবা টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনতলায় অফিসকক্ষে অথবা থিয়েটার কর্নার, বেইলী রোডে। যোগাযোগ : ০১৭১৫৭৩৩৫৭০, ০১৯১১৫৯৩২৩১ ও ০১৬৭৩৫২৭৪৩৯ নম্বরে।