ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন শুরু ২ এপ্রিল
ছাত্র ইউনিয়নের ৩৮তম জাতীয় সম্মেলন শুরু হবে আগামী ২ এপ্রিল। সম্মেলন চলবে ৫ এপ্রিল পর্যন্ত। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ। ‘ছাত্র জনতা ঐক্য গড়, শিক্ষা সংস্কৃতি রক্ষা কর’ স্লোগানে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন ১০ দফা দাবি তুলে ধরবে বলে জানায় ছাত্র ইউনিয়নের নেতারা। দাবিগুলো হলো বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, সর্বজনীন শিক্ষা, কোচিং গাইড ব্যবসার বৈধতা বাতিলকরণ, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধকরণ; ২০১৭ সালের পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িক পরিবর্তন বাতিল; ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত; শিক্ষা খাতের জাতীয় আয়ের আট ভাগ বরাদ্দ দেওয়া; ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাতিল, গবেষণায় বরাদ্দ বাড়ানো; জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব ক্ষেত্রে শিক্ষার মান বৃদ্ধি; পাবলিক পরীক্ষা কমানো, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা; সুন্দরবনবিরোধী রামপাল চুক্তিসহ দেশের সব স্বার্থবিরোধী চুক্তি বাতিল; বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর বিশেষ বিধান বাতিল, তনু ও আফসানাসহ সব হত্যা-ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে জিলানী শুভ বলেন, শিক্ষার মান নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বানানো হচ্ছে ‘পরীক্ষা বোর্ড’। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক চর্চার অনুপস্থিতিতে সেখানে বিনা প্রতিরোধে জায়গা করে নিয়েছে জঙ্গিবাদী মতাদর্শ।
আগামী ২ এপ্রিল বেলা ১১টায় অপরাজেয় বাংলার পদদেশে সম্মেলনের উদ্বোধন ও বিকেল ৪টায় রাজু ভাস্কর্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৩ এপ্রিল টিএসসি মিলনায়তনে বেলা ১১টায় ‘নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শনের কবলে শিক্ষা’-এ প্রসঙ্গে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সেমিনার। ৪ ও ৫ এপ্রিলে ৬০০ কাউন্সিলরের উপস্থিতিতে সংগঠনের ৩৮তম কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাকি আক্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তুহিন কান্তি দাস প্রমুখ।