শুরু হলো ছাত্র ইউনিয়নের সম্মেলন
ঐতিহ্যবাহী বাম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চার দিনব্যাপী ৩৮তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় পাতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এ সম্মেলনের স্লোগান- ‘ছাত্র-জনতা ঐক্য গড়, শিক্ষা-সংস্কৃতি রক্ষা করো।’
সংগঠনের সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ। উদ্বোধনী অনুষ্ঠানে ভারত, শ্রীলঙ্কা ও নেপালেরর ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
সম্মেলনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। কিন্তু কেউ বলতে পারে না যে, মুক্তিযুদ্ধের চেতনা কী? তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল সমাজবিপ্লবের চেতনা। পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে আমরা ছোট একটি গণতান্ত্রিক ও আমলাতান্ত্রিক রাষ্ট্র গড়েছি।
রাষ্ট্র ব্যবস্থাকে সমাজতান্ত্রিক করার দাবি জানিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের রাষ্ট্র ব্যবস্থা যদি সমাজতান্ত্রিক হয়, তবে মানুষে-মানুষে সুযোগ ও অধিকারের কোনো বৈষম্য থাকবে না। সর্বস্তরের জনপ্রতিনিধিদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
সম্মেলনে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এগুলো হলো বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, সর্বজনীন শিক্ষা, কোচিং গাইড ব্যবসার বৈধতা বাতিল করা, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করা, ২০১৭ সালের পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িক পরিবর্তন বাতিল করা, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, শিক্ষা খাতে জাতীয় আয়ের আট ভাগ বরাদ্দ দেওয়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাতিল করা, গবেষণায় বরাদ্দ বাড়ানো, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব ক্ষেত্রে শিক্ষার মান বৃদ্ধি করা, পাবলিক পরীক্ষা কমানো, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা, সুন্দরবনবিরোধী রামপাল চুক্তিসহ দেশের সব স্বার্থবিরোধী চুক্তি বাতিল করা, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর বিশেষ বিধান বাতিল করা, তনু ও আফসানাসহ সব হত্যা-ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা।
সমাবেশ শেষে একটি সুসজ্জিত শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ-মৎস্য ভবন ও দোয়েল চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়।
বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সারা দেশের সাংস্কৃতিক ইউনিয়নসহ বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
আগামীকাল সোমবার সকাল ১১টায় ছাত্র ও শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শনের কবলে শিক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায় একই স্থানে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হবে। ৪-৫ এপ্রিল ৬০০ কাউন্সিলরের উপস্থিতিতে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।