জঙ্গি সন্দেহে আটক রাবির দুই শিক্ষার্থী জেলহাজতে
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আরেকজনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার তথ্য মিললে আজ শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়। বাকি একজনকে ছেড়ে দেওয়া হয়।
হুমায়ুন কবির আরো বলেন, শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, এই হিসেবে মার্কেটিং বিভাগের জুবায়ের হোসেনকে বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত থাকায় নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের মাকসুদুল হককে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৮১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করা হয়। পরে সেখানে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’
ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আল তৌফিক সানির বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান হুমায়ুন কবির।