হাওরের দুর্গতদের পাশে দাঁড়াতে ছাত্রলীগের আহ্বান
সুনামগঞ্জের হাওর এলাকার দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সাংবাদিক সমিতিতে আলাপকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আহ্বান জানান।
এস এম জাকির হোসাইন বলেন, ‘এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। তাই ছাত্রলীগকে হাওর এলাকার দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান, অতি শিগগিরই কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদকের নেতৃত্বে একটি টিম করে দুর্গত এলাকায় পাঠানো হবে। একই সঙ্গে তিনি হাওর এলাকার মানুষকে সহায়তায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।