জাবি শিক্ষার্থীদের পিটিয়ে মহাসড়ক থেকে তুলে দিল পুলিশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করা শিক্ষার্থীদের পিটিয়ে তুলে দিয়েছে পুলিশ। এ ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে ক্যাম্পাসে প্রবেশ করেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত জাবির দুই শিক্ষার্থীর মরদেহ ক্যাম্পাসে না এনে জানাজা না করার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আজ বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেলে পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের তুলে দেয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীরা এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে মিছিল শুরু করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রক্তাক্ত অবস্থায় অন্তত পাঁচজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন।
গতকাল শুক্রবার ভোরে সাভার থেকে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনাগ্রহের কারণেই ক্যাম্পাসে জানাজা হয়নি।