হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফের দাবি
সুনামগঞ্জের হাওরের পানিতে তলিয়ে যাওয়া ফসল হারানো কৃষকদের সরকারি কৃষিঋণ ও এনজিও ঋণ মওকুফের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ নামের সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য অ্যাডভোকেট রুহুল তুহিন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সভাপতি লেখক কলামিস্ট অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, প্রবীণ কৃষক নেতা অমর চাঁদ দাস, তাহিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রৌজ আলী, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিজন সেন রায়, সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য বিকাশ রঞ্জন চৌধুরী, রমেন্দ্র কুমার দে মিন্টু, সুখেন্দু সেন হারু, মালেক হোসেন পীর, ডা. মোরশেদ আলম, অ্যাডভোকেট এনাম আহমদ, জাহাঙ্গীর আলম, মাসুম হেলাল, এ আর জুয়েল, রাজু আহমদ, প্রদীপ পাল, আমিনুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সুনামগঞ্জের ফসলহারা কৃষক পরিবারগুলোর সরকারি কৃষিঋণ ও এনজিও ঋণ মওকুফের দাবি জানিয়ে বলেন, সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি ও এনজিওদের ঋণ স্থগিত রাখলেও বিভিন্ন এনজিও কৃষকদের কাছ থেকে চাপ প্রয়োগ করে ঋণ আদায়ের চেষ্টা করছে। হাওরের এই পরিস্থিতিতে সরকারি কৃষিঋণ মওকুফের পাশাপাশি বেসরকারি সব এনজিও সংস্থার ঋণও মওকুফ করার দাবি ওঠে মানববন্ধন থেকে। সেই সঙ্গে বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে সুদমুক্ত কৃষিঋণ দেওয়ারও দাবি জানানো হয়।