নিরাপদ মাতৃত্ব দিবসে সুনামগঞ্জে র্যালি
আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৭ উপলক্ষে সুনামগঞ্জ শহরে র্যালি বের করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে ওই র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইপিআই কনফারেন্স হলে আলোচনা সভায় মিলিত হয়।
‘নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চল যাই’-এই প্রতিপাদ্যে এবারের নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়।
সিভিল সার্জন ডা. আশুতুষ দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গৌতম রায় ও ডা. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে চায় সরকার। জেলার স্বাস্থ্য বিভাগ সব ধরনের সুযোগ-সুবিধার মাধ্যমে তাদের সেবা দিয়ে যাচ্ছে। প্রসূতি মায়েদের আরো সচেতন করতে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেন বক্তারা।