অর্থ আত্মসাত মামলায় ইবি কর্মচারী গ্রেপ্তার
অর্থ আত্মসাত মামলায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে হলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হলের চতুর্থ শ্রেণির ওই কর্মচারীর নাম হাফিজুর রহমান। তাঁর বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার সেন গ্রামে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, হাফিজুরের নামে ২০১৪ সালে ২২ লাখ ৫০ হাজার টাকার চেক জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতে একটি মামলা করা হয়। এর পরের বছর ৩০ সেপ্টেম্বর ওই মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু দীর্ঘ দিন তিনি পলাতক থাকায় ওই মামলায় এক বছরের জেলসহ ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হয়।
ওসি আরও বলেন, আজ হাফিজুরকে ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া হাফিজুরের নামে কুষ্টিয়ার খোকসা থানায় আরও দুটি মামলা রয়েছে। তবে মামলার বাদী সম্পর্কে কিছুই জানাতে পারেননি ওসি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, তাঁর (হাফিজুর) নামে একাধিক মামলা ছিল। চেক জালিয়াতির মামলায় আজ হলের বাইরে থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।