তিনটি নতুন বাস পাচ্ছে জবি শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে নিজস্ব অর্থায়নে তিনটি নতুন বাস কেনার আদেশ দেওয়া হয়েছে।
জবির উপাচার্য ড. মীজানুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
উপাচার্য জানান, গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনের বিষয়টি উঠে আসে। এ সময় বিশ্ববিদ্যালয় অর্থ কমিটির সভাপতি হিসেবে তিনি নিজস্ব অর্থায়নে নতুন তিনটি ৫২ আসনের বাস কেনার অভিমত প্রকাশ করেন। পরে অর্থ কমিটির সদস্যরা তাতে সম্মতি দেন। এতে নিজস্ব অর্থায়নে বাস কেনার বিষয়টি অনুমোদন পায়।
উপাচার্য আরো জানান, বৈঠকে বাস কেনার বিষয়টি অনুমোদনের পর রাষ্ট্রায়ত্ত পরিবহন নির্মাণকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ড্রাস্ট্রিকে নতুন তিনটি বাস নির্মাণের আদেশ দেওয়া হয়েছে। এর কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে নতুন একটি বাস কেনার জন্য প্রগতি ইন্ডাস্ট্রিকেই আদেশ দেওয়া হয়েছিল। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হচ্ছে মোট চারটি নতুন বাস।
পরিবহন পুল সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডাবল ডেকার বাস ভাড়া করা হচ্ছে শুরু থেকেই। এ খাতে মাসে ২০ থেকে ২২ লাখ টাকা বিআরটিসিকে ভাড়া দিতে হয়। এত পরিমাণ ভাড়া কমিয়ে আনা ও শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনের লক্ষ্যে নিজস্ব বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাবিতে বর্তমানে শিক্ষার্থীদের পরিবহনের জন্য ভাড়া ও নিজস্ব মিলিয়ে ১৫টি বাস আছে। চারটি নতুন নিজস্ব বাস পরিবহন পুলে যুক্ত হলে বাসের সংখ্যা হবে ১৯টি। এতে পরিবহন সংকটের অনেকটা সমাধান হবে বলে মনে করছেন অর্থ কমিটির সদস্যরা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘বাস কেনার বিষয়টি অর্থ কমিটিতে অনুমোদন পাওয়ার পর প্রগতি ইন্ডাস্ট্রিকে তিনটি বাস তৈরির জন্য অর্ডার দেওয়া হয়েছে। আশা করি আগামী দুই মাসের মধ্যেই প্রগতি আমাদের বাস তিনটি বুঝিয়ে দিবে।’