দেখার হাওরে এক টন পোনা অবমুক্ত
সুনামগঞ্জের দেখার হাওরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে এক টন পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা। আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাশ, মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, অশোক কুমার দাস ও মোস্তফা মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে হাওরের ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় আজ দেখার হাওরে একটন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। দেশকে এগিয়ে নিতে সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর দাশ জানান, সুনামগঞ্জে এখন পর্যন্ত পোনার জন্য ছয় লাখ টাকা বরাদ্দ পেয়েছি। আজকে দেখার হাওরে তিন লাখ টাকার পোনা মাছ অবমুক্ত হয়েছে। আগামী সোমবার আরো এক টন পোনা মাছ ঝাওয়ার হাওরে ছাড়া হবে।
ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের ৯০ ভাগ ফসল তলিয়ে যায়। বিভিন্ন হাওরে ফসল পচে পানিতে অ্যামোনিয়া গ্যাসের ফলে সবকটি হাওরে মাছ মরে ভেসে ওঠে।