রাবির নতুন উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।
আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা ১-এর সহকারী উপসচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩-এর ১৩ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাকে এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জানিয়েছেন।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর আগেই এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
প্রসঙ্গত, উপাচার্য নিয়োগের দুই মাসেরও অধিক সময় পরে উপ-উপাচার্য পদে এ নিয়োগ দেওয়া হয়েছে। তবে কোষাধ্যক্ষ পদটি এখনো শূন্য রয়েছে।
অধ্যাপক আনন্দ কুমার সাহা বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের বর্তমানে সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাবি শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রগতিশীল শিক্ষকসমাজের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি মাগুরা জেলায়।
ক্যাপশন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। পুরোনো ছবি