ছাত্রলীগ নেতার মোটরসাইকেলের ধাক্কায় রিকশাচালক আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার মোটরসাইকেলের ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছাত্রলীগ নেতা এ দুর্ঘটনা ঘটান।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রাতেই ওই রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
মোটরসাইকেল আরোহী ওই ছাত্রলীগ নেতার মান রাকিবুল হাসান রাকিব। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা রাকিব দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে বিজ্ঞান অ্যানেক্স ভবনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা এক রিকশাচালকের গায়ের ওপর মোটরসাইকেলটি উঠে যায়। মোটরসাইকেলের ধাক্কায় ওই রিকশাচালক ১০ থেকে ১২ ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন।
ঘটনার পরপরই রাকিব জিয়া হল ছাত্রলীগ সভাপতি ইউসুফ উদ্দিনকে খবর দেন। ইউসুফ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরপূর্বক ওই রিকশাচালকের হাতে হাজার টাকার একটি নোট ধরিয়ে দিয়ে অন্যদের মাধ্যমে তাঁকে ঢামেকে পাঠিয়ে দেন। এ সময় ইউসুফের সঙ্গে হলের ১০ থেকে ১৫ নেতাকর্মী ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান বলেন, ‘বাইক চালানোর সময় এক রিকশাচালকের সঙ্গে ধাক্কা লাগে। এতে আমরা উভয়েই সামান্য আহত হই।’
এ বিষয়ে জানতে ইউসুফ উদ্দিনের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।